বৃহস্পতিবার, ১৯ মে, ২০১১

তথ্য কমিশন বাংলাদেশ এর সাংগঠনিক কাঠামো


তথ্য অধিকার আইন, ২০০৯ জারির পর ০১।০৭/ ২০০৯ তারিখে বাংলাদেশ গেজেটে প্রজ্ঞাপন প্রকাশের মাধ্যমে সংবিধিবদ্ধ স্বাধীন সংস্থা হিসেবে তথ্য কমিশন গঠিত হয়।প্রধান তথ্য কমিশনার এবং দুই জন তথ্য কমিশনার তন্মধ্যে একজন মহিলা সমন্বয়ে তথ্য কমিশন গঠিত হয়। প্রধান তথ্য কমিশনার হচ্ছেন তথ্য কমিশনের প্রধান নির্বাহী। এছাড়াও তথ্য কমিশনে সরকার কর্তৃক প্রেষণে নিয়োগযোগ্য একজন সচিব থাকবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Promotion of Access to Information act, 2000 - South Africa

  PART 1 INTRODUCTORY PROVISIONS CHAPTER 1 DEFINITIONS AND INTERPRETATION Definitions 1. In this Act, unless the context otherwise indicates—...