বৃহস্পতিবার, ১৯ মে, ২০১১

তথ্য কমিশনার, তথ্য কমিশন ।

মোঃ আবু তাহের
সচিব (অবঃ) এম, এ, তাহের, বিসিএস (প্রশাসন)
তথ্য কমিশনার,  তথ্য কমিশন ।

শিক্ষাগত যোগ্যতা:

এম,কম(ব্যবস্থাপনা), সন-১৯৬৯, ঢাকা বিশ্ববিদ্যালয়।

প্রশিক্ষণ (স্থানীয়):

(ক)  ফাউন্ডেশন ট্রেনিং।
(খ)  ট্রেজারী প্রশিক্ষণ।
(গ)  সার্ভে এন্ড সেটেলম্যান্ট প্রশিক্ষণ।
(ঘ)  টেকসই উন্নয়ন এবং দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ, ব্যবস্থাপনায়-বিপিএটিসি।


প্রশিক্ষণ (বৈদেশিক):

(ক)  Managing at the Top(MATT), বার্মিংহাম বিশ্ববিদ্যালয় ও ব্রিটিশ সিভিল সার্ভিস কলেজ, যুক্তরাজ্য। ব্যবস্থাপনায়- ডিএফআইডি।
(খ)  Leadership for the next Millennium; কুইন ভিক্টোরিয়া ইউনিভার্সিটি, নিউজিল্যান্ড। ব্যবস্থাপনায়- কমনওয়েলথ সচিবালয়, লন্ডন।
(গ)  সেমিনার অন লেবার ম্যানেজম্যান্ট রিলেশন্স, নেপাল। ব্যবস্থাপনায়-আন্তর্জাতিক শ্রম সংস্থা।
(ঘ)  স্পেশাল এ্যাসেম্বলি অন হেজারডাস ক্যামিক্যালস, নাইরোবি, কেনিয়া। ব্যবস্থাপনায়-UNEP
(ঙ)  এইড নেগোসিয়েশন উইথ দি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ম্যানিলা, ফিলিপাইনস । ব্যবস্থাপনায়-এডিবি।
(চ)  ফরেস্ট এন্ড ন্যাচারাল রিসোর্সেস এ্যাডমিনিস্ট্রেশন এন্ড ম্যানেজম্যান্ট। কলোরাডো ষ্টেট ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র। ব্যবস্থাপনায়- বিশ্ব ব্যাংক।
(ছ)  ডিপ্লোমা অন ডেভেলপমেন্ট এ্যাডমিনিস্ট্রেশন ইউনিভার্সিটি অব ম্যানচেষ্টার, যুক্তরাজ্য।
(জ)  ডিপ্রোমা অন ইকনমিক এন্ড সোশ্যাল স্টাডিজ । ইউনিভার্সিটি অব ম্যানচেষ্টার, যুক্তরাজ্য।
(ঞ)  স্পেশালাইজ্ড ট্রেনিং অন হেলথ এন্ড ফ্যামিলি প্ল্যানিং।জেওআইসিএফপি,জাইকা, জাপান।


কর্মজীবন:

(ক)  সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ২০০৬ সালে চাকুরি থেকে  অবসর গ্রহণ।
(খ)  যুগ্ম সচিব (এপিডি), সংস্থাপন মন্ত্রণালয়।
(গ)  যুগ্ম-সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
(ঘ)  বিভাগীয় কমিশনার, খুলনা ও চট্টগ্রাম।
(ঙ)  জেলা প্রশাসক, নারায়নগঞ্জ ও পাবনা।
(চ)  উপসচিব (উন্নয়ন), পরিবেশ ও বন মন্ত্রণালয়।
(ছ)  পরিচালক, জাতীয় সঞ্চয় পরিদপ্তর।
(জ)  সচিব, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন।
(ঝ)  সেলেটমেন্ট অফিসার, ঢাকা।
(ঞ)  অতিরিক্ত জেলা প্রশাসক, চট্টগ্রাম।
(ট)  উপজেলা নিবার্হী কর্মকর্তা, হবিগঞ্জ।
(ঠ)  এডিএলজি এন্ড আরডি, ময়মনসিংহ।
(ড)  সচিব, জেলা পরিষদ, ময়মনসিংহ।
(ঢ)  সিনিয়র ম্যাজিস্ট্রেট, রংপুর।
(ণ)  প্রজেক্ট অফিসার, জিরো পপুলেশন গ্রোথ প্রজেক্ট।
(ত)  সহকারী কমিশনার, ঢাকা।


অন্যান্য যোগ্যতা:

(ক) অধ্যাপক, বানিজ্য বিভাগ, ফেনী কলেজ, ফেনী।
(খ) সহকারী পরিচালক, কৃষি বিপণন অধিদপ্তর, বাংলাদেশ।


বিদেশ ভ্রমণ:

প্রশিক্ষণের উদ্দেশ্যে এশিয়া, আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং ঔশেনিয়া মহাদেশের প্রায় ২৫(পঁচিশ)টি দেশ ভ্রমণ এবং বিভিন্ন সেমিনার,  সিম্পোজিয়াম, ওয়ার্কসপ, শিক্ষা সফরে অংশগ্রহণ।


অন্যান্য যোগ্যতা ও সামাজিক কার্যক্রম:
(ক)  মুক্তিযোদ্ধা হিসেবে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ।
(খ)  সদস্য, ইউওটিসি (বর্তমানে বিএনসিসি)।
(গ)  প্রাক্তন সভাপতি, বাংলাদেশ ছাত্র সমিতি (১৯৯১-৯২), ম্যানচেষ্টার ইউনিভার্সিটি, যুক্তরাজ্য।
(ঘ)  মহাসচিব, কুমিল্লা সমিতি, ঢাকা।
(ঙ)  প্রাক্তন সভাপতি, বিভাগীয় ক্রীড়া সংস্থা, খুলনা ও চট্টগ্রাম।
(চ)  প্রাক্তন সভাপতি, জেলা ক্রীড়া সংস্থা, নারায়নগঞ্জ ও পাবনা।
(ছ)  প্রাক্তন সভাপতি, খুলনা ক্লাব, খুলনা।
(জ)  প্রাক্তন সভাপতি, অফিসার্স ক্লাব, পাবনা।
(ঝ)  প্রাক্তন সভাপতি, কুমিল্লা কোতোয়ালী থানা সমিতি, ঢাকা।
(ঞ)  সদস্য, অফিসার্স ক্লাব, ঢাকা।
(ট)  প্রাক্তন সদস্য, নির্বাহী কমিটি, বৃহত্তর কুমিল্লা সমিতি, ঢাকা।
 

Promotion of Access to Information act, 2000 - South Africa

  PART 1 INTRODUCTORY PROVISIONS CHAPTER 1 DEFINITIONS AND INTERPRETATION Definitions 1. In this Act, unless the context otherwise indicates—...